বাংলাদেশ, বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর

NewsPaper

অনলাইন ডেস্ক

published: 16 June, 2025, 02:16 AM

ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলি বিমান হামলায় ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন।

ফক্স নিউজকে একটি অজ্ঞাত স্থান থেকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, কয়েক মুহূর্ত আগেই আমরা তেহরানে ইরানের প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার ডেপুটিকেও পেয়েছি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, ইসরায়েলি বিমানবাহিনী, ইরানের পশ্চিমাঞ্চলে ডজন ডজন ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র স্থাপনার উপর হামলা চালিয়েছে।

এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর আসে, যা চলমান সংঘাতের আরও একটি বড় মাত্রার বিস্তার নির্দেশ করে।

National