বাংলাদেশ, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫

বৃদ্ধকান্ডে হঠাৎ স্তব্ধ আড়ানী রেল স্টেশন

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিনিধি

published: 15 April, 2025, 08:57 PM

বৃদ্ধকান্ডে হঠাৎ স্তব্ধ আড়ানী রেল স্টেশন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক বৃদ্ধ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

নিহত বৃদ্ধর নাম রুহুল আমিন (৬০)। তিনি উপজেলার মাঝপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রুহুল আমিন সকাল থেকে স্টেশনে অবস্থান করছিলেন। একা একা বসে থাকা, লাইনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এবং অস্বাভাবিক আচরণে বিষয়টি নজরে আসে অনেকের। বিকেলে ট্রেন আসার ঘণ্টা বাজানোর ঠিক পূর্বমুহূর্তে পূর্ব দিকের প্ল্যাটফর্মে অবস্থানরত রুহুল আমিন হঠাৎ করে লাইনের পাশে গিয়ে দাঁড়ায়। ট্রেন আসতেই হঠাৎ লাইনের ওপর গিয়ে শুয়ে পড়ে। মুহূর্তেই তিনি ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

National