বাংলাদেশ, রবিবার, নভেম্বর ১৬, ২০২৫

যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

এম. শাহাবুদ্দিন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

published: 27 September, 2025, 01:44 PM

যশোরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

যশোরে মায়ের অসুস্থতার কথা বলে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়া এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। একইসাথে উদ্ধার করেছে এফ জেড মোটরসাইকেলটিও।

আটক আল-আমিন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন এর  বোয়ালিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তবে, তার সহযোগী রিমন হোসেন আত্মগোপনে রয়েছেন।


ডিবি জানায়, ২ আগস্ট আলআমিন ও রিমন গরীবশাহ রোডে একপরিচিত  যুবকের কাছে বলেন, রিমনের মা অসুস্থ, দ্রুত যেতে হবে। এরপর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান। পরে মোটরসাইকেলটি ফেরত দেবে বলে আশ্বাস দেন। এজন্য আরও দশ হাজার টাকা হাতিয়ে নেন।

এরপর থেকে দুজনেই আত্মগোপনে চলে যান। পরে তিনি ডিবির কাছে অভিযোগ দিলে ডিবি মজিদকে আটক করে। শুক্রবার ২৬সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

National