স্থানীয়রা জানান, সকালে হাঁটতে গিয়ে এক নারী লাশ দেখতে পেয়ে তাঁর স্বামীকে বলেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন উলঙ্গ অবস্থায় মিন্টুর লাশ পড়ে আছে। পাশেই ছড়িয়ে ছিলো জামাকাপড়, মোবাইল, জুতা ও টাকা। লাশের আশপাশের বাগান ভাঙা ছিলো।
স্থানীয়রা আরও বলেন, মিন্টু কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। গতকাল বুধবার বিকেল বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার দিকে আশিংড়ী বাজারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
নিহত মিন্টুর ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। কীভাবে মারা গেল তাও বুঝতে পারছি না। তিনি অসুস্থ ছিলেন না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। ময়নাতদন্তের প্রতিবেদনের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।