প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৩:৪৮ পি.এম
ঝিকরগাছায় কাঁচামাল ব্যবসায়ীর রহস্য জনক মৃত্যু
নিহত মিন্টু হোসেন চাঁদপুর গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে হাঁটতে গিয়ে এক নারী লাশ দেখতে পেয়ে তাঁর স্বামীকে বলেন। পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখেন উলঙ্গ অবস্থায় মিন্টুর লাশ পড়ে আছে। পাশেই ছড়িয়ে ছিলো জামাকাপড়, মোবাইল, জুতা ও টাকা। লাশের আশপাশের বাগান ভাঙা ছিলো।
স্থানীয়রা আরও বলেন, মিন্টু কাঁচামালের ব্যবসায়ী ছিলেন। গতকাল বুধবার বিকেল বাড়ি থেকে বের হন তিনি। রাত ৮টার দিকে আশিংড়ী বাজারে তাঁকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
নিহত মিন্টুর ছোট ভাই আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। কীভাবে মারা গেল তাও বুঝতে পারছি না। তিনি অসুস্থ ছিলেন না। মৃত্যুর বিষয়টি রহস্যজনক।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই। ময়নাতদন্তের প্রতিবেদনের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক : মাসুদ রানা সুইট । সম্পাদক : আবুল হাসনাত অমি । নগর সম্পাদক : ইফতেখার আলম বিশাল নির্বাহী সম্পাদক : রুবেল আহম্মেদ । মফস্বল সম্পাদক : মোস্তাফিজুর রহমান । ব্যবস্থাপনা সম্পাদক : নীলা সুলতানা । বার্তা সম্পাদক : -------------- । সহ-বার্তা সম্পাদক : আলিফ বিন রেজা । সহ-বার্তা সম্পাদক :
Copyright © 2024 Dainiksopnerbangladesh.com. All rights reserved.