নাটোরের সিংড়ায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসায় বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, দেশকে সবুজ-শ্যামলে ভরপুর করতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ শিক্ষা প্রতিষ্ঠানে রোপন করে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ, দমদমা আল-জামিয়াতুল কোরআনিয়া মাদ্রাসা, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়, চৌগ্রাম স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেন শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসাইন, কোটা আন্দোলনের শিক্ষার্থী আবু বক্কর, নোমান আলী, মাহিন খান, শারফুল ইসলাম প্রমুখ।