নাটোরের সিংড়ায় সারদানগর জামে মসজিদের সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাৎ এবং গ্রামের একাধিক মানুষকে হয়রানী করার জন্য মামলা দায়ের করায় মানববন্ধন করেছে শত শত গ্রামবাসী।
মঙ্গলবার সকাল ১১ টায় ঐ গ্রামে নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য দেন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নুর হোসেন, মামলার শিকার মসজিদ কমিটির সদস্য জামাল হোসেন ,মো: শাজাহান আলী প্রমুখ।
বক্তারা বলেন, গোলাম হোসেন একজন মামলাবাজ মানুষ।
সারদানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালিন তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। যার কারনে ঐ পদ হারান। মসজিদের অর্থ আত্মসাৎ এর অভিযোগে ও গ্রামের মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচার দাবি করেন।