নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে বাসচাপায় একজন ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল চারটায় সিংড়া পৌর এলাকায় বালুভরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাটোর থেকে বগুড়াগামী রোদেলা পরিবহন নামে একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক রাসেদ(৬৫) নিহত হন।
নিহত রাসেদ (৬৫) সিংড়া উপজেলার নিঙ্গইন গ্রামের মৃত আব্বাসের ছেলে এবং আহতরা হলেন একই উপজেলার নিঙ্গইন নতুনপাড়া গ্রামের সিরাজ সরকার(৬৫) নিঙ্গইন আদর্শ গ্রামের আব্দুর রাজ্জাক(৩৫)ও একই এলাকার আন্জুমান আরা
নিহত ভ্যানচালককের মরদেহ পরিচয় সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।