মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেস ম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর লালমোহন ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে IBWF লালমোহন উপজেলার লালমোহন সদর ইউনিয়নের উদ্যোগে স্থানীয় ফুলবাগিচা বাজার সংলগ্ন ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন ইউনিয়নের আমীর মাওলানা আজিম উদ্দিন খান । লালমোহন উপজেলা IBWF অর্থ সম্পাদক জনাব মাওলানা নাজমুল আযম পবিত্র কুরআন থেকে দারুস প্রদান করেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ হাসান, অর্থ সম্পাদক মাওলানা নাজমুল আযম।এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাষ্টার মোঃ এছহাক । আলোচকবৃন্দ পরামর্শ করে আগামী দুই বছরের জন্য ফুল বাগিচা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাস্টার মো. এছহাককে সভাপতি ও মাওলানা মাকসুদুর রহমনকে সাধারন সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সভাপতি জনাব এম এ হাসান ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যবসায়ীদের সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করে প্রথমে নিজেকে তারপর সমাজকে পরিবর্তন করার আহবান জানান। সভাপতির বক্তব্যে আজিম উদ্দিন খান বলেন, সৎ ব্যবসায়ীদের একটি শক্তিশালী সংগঠন কায়েম করাই হলো ব্যবসায়ী ফোরামের মুল লক্ষ্য। সেই উদ্যোগ আজ শুরু হলো।