নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল দশটার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা ছোট চৌগ্রাম বাজার মোড়ে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সিংড়ার ছোট চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রামের রবিউল ইসলাম রাতে ওই সংখ্যালঘু নারীর ঘরে ঢুকে হাত-পা বেঁধে জোর করে ধর্ষণ করে।
পরের দিন ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে রবিউল ইসলামের বিরুদ্ধে মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত রবিউল গ্রেফতার না হওয়ায় আতঙ্কে রয়েছে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সুমিতা রানী, মালা রানী,ষষ্ঠী, সাগরীকা,সজীব, প্রভাষক সাইদুল ইসলাম, সজল,মেম্বার মোকাদ্দেস।
এছাড়াও কয়েকদিন আগেই চৌগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে অন্য এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে নাজমুল ইসলামসহ তার সাঙ্গপাঙ্গরা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী জানান, ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে। তাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ দেখিনা।
জিএমআরএ