Dhaka 5:27 am, Tuesday, 24 December 2024
বেকিং নিউজ :
Logo গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন Logo ময়মনসিংহে সরকারী দপ্তর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার করেছে পুলিশ Logo রাজশাহী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত-সভাপতি আসাদ-সম্পাদক আখতার Logo লালমোহন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ Logo বাউফলে ফ্লিম্মি ষ্টাইলে ধান ও মাছ লুটের অভিযোগ Logo বড়াইগ্রামে ছাত্রদলের আয়োজনে দুস্থদের মাঝে শীত বস্ত্র কম্বল উপহার Logo যশোরের শার্শায় বেনাপোল-শার্শা সীমান্তে ৩ মরদেহ, জানা যায়নি মৃত্যুর কারণ Logo তথ্যমেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার Logo বরুড়ার আড্ডায় গোবিন্দপুর মা আমেনা হাফেজিয়া মাদ্রাসা সংবর্ধনা অনুষ্ঠান Logo বেনাপোলে ওলামা মাশায়েখদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শরণখোলায় ডাঃ শর্মী রায়ের যোগদান বন্ধের দাবিতে মানববন্ধন ঝাড়ু মিছিল

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে শরণখোলায় পদায়নের প্রতিবাদে মানব বন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন ছাত্র-জনতা। (১৮ নভেম্বর) সোমবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

 

মানববন্ধনে বক্তরা বলেন, ডা. শর্মী রায় একজন দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল। তাকে শরণখোলায় পদায়ন করা হলে তা মেনে নেওয়া হবেনা। তাছাড়া শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস একজন ভাল মানুষ। বড় অংকের টাকার বিনিময়ে প্রিয় গোপালকে সরিয়ে দুর্নীতিবাজ শর্মী রায়কে শরণখোলায় বদলি করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ার করেন বক্তারা।
পরে তারা একটি ঝাড়– মিছিল বের করে।

 

এর আগে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিকল্পনা হিসেবে পদায়নের খবরে চিলতমারীতে তার যোগদান ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দফায় দফায় বিক্ষোভ। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমনের সাথে দেখা করলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দেন।

 

ডা. শর্মী রায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এ কারণে স্থানীয়রা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ,মানব বন্ধন ও ঝাড়– মিছিল করে।
তার বিরুদ্ধে ইতোপূর্বে করোনা কালিন কোভিড-১৯ এর স্বেচ্ছাসেবকদের নামে সরকারি অর্থ আত্মস্বাতের অভিযোগসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে স্বেচ্ছাসেবক, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন, বিক্ষোভ, ঝাড়ু মিছিলসহ একের পর এক নানা কর্মসূচি অব্যাহত রাখেন, যার প্রেক্ষিতে দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচার হওয়ায় বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে ডা. শর্মী রায়কে জেলার চিতলমারী উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ও পরিচালক (চ.দা.) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ আদেশ প্রদান করা হয়।রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে তারা ডা. শর্মী রায়কে যোগদান করতে না দেওয়ার জন্য দাবী জানান। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন তালুকদারের সাথে দেখা করলে তিনি উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর আশ্বাস দেন।

এর আগে গত ১৪ নভেম্বর দুপুর ৩ টায় সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে চিতলমারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডাক্তার শর্মী রায়কে যোগদানের না করার জন্য মিটিং-মিছিল ও মানবন্ধন করেন।

Write Your Comment

About Author Information

জনপ্রিয়

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

শরণখোলায় ডাঃ শর্মী রায়ের যোগদান বন্ধের দাবিতে মানববন্ধন ঝাড়ু মিছিল

আপলোড সময় : 05:16:02 pm, Monday, 18 November 2024

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়কে শরণখোলায় পদায়নের প্রতিবাদে মানব বন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন ছাত্র-জনতা। (১৮ নভেম্বর) সোমবার সকালে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

 

মানববন্ধনে বক্তরা বলেন, ডা. শর্মী রায় একজন দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল। তাকে শরণখোলায় পদায়ন করা হলে তা মেনে নেওয়া হবেনা। তাছাড়া শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস একজন ভাল মানুষ। বড় অংকের টাকার বিনিময়ে প্রিয় গোপালকে সরিয়ে দুর্নীতিবাজ শর্মী রায়কে শরণখোলায় বদলি করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ার করেন বক্তারা।
পরে তারা একটি ঝাড়– মিছিল বের করে।

 

এর আগে তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিকল্পনা হিসেবে পদায়নের খবরে চিলতমারীতে তার যোগদান ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও স্থানীয়রা। তারা চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দফায় দফায় বিক্ষোভ। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমনের সাথে দেখা করলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দেন।

 

ডা. শর্মী রায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। এ কারণে স্থানীয়রা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ,মানব বন্ধন ও ঝাড়– মিছিল করে।
তার বিরুদ্ধে ইতোপূর্বে করোনা কালিন কোভিড-১৯ এর স্বেচ্ছাসেবকদের নামে সরকারি অর্থ আত্মস্বাতের অভিযোগসহ নানাবিধ অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে স্বেচ্ছাসেবক, স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মানববন্ধন, বিক্ষোভ, ঝাড়ু মিছিলসহ একের পর এক নানা কর্মসূচি অব্যাহত রাখেন, যার প্রেক্ষিতে দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রচার হওয়ায় বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে নিয়ে ডা. শর্মী রায়কে জেলার চিতলমারী উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব ও পরিচালক (চ.দা.) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এ আদেশ প্রদান করা হয়।রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে তারা ডা. শর্মী রায়কে যোগদান করতে না দেওয়ার জন্য দাবী জানান। পরে বিক্ষুব্ধ জনতা ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন তালুকদারের সাথে দেখা করলে তিনি উর্ধতন কর্মকর্তাদের বিষয়টি জানানোর আশ্বাস দেন।

এর আগে গত ১৪ নভেম্বর দুপুর ৩ টায় সাধারন শিক্ষার্থী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু স্টাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চত্ত্বরে চিতলমারীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে ডাক্তার শর্মী রায়কে যোগদানের না করার জন্য মিটিং-মিছিল ও মানবন্ধন করেন।