লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি ১৯১৬ সালে মেলভিন জন্স কর্তৃক শিকাগোতে প্রতিষ্টিত হয়। ২০১৫ সালের মধ্যে সারাবিশ্বের ২০০ টি দেশে ১.৪মিলিয়ন সদস্য নিয়ে ৪৬০০০ হাজার স্থানীয় ক্লাব গঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্টের ওয়ার্ক ব্রুক, ইলিয়ন্স এ অবস্থিত।
লায়ন্স ক্লাব অব কুমিল্লার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৪ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর ঝাউতলায় সেলিম ক্লিনিক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাডভাইজার টু ডিজি ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,লায়ন্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক সভাপতি আলী আহসান টিটু,ভাইস প্রেসিডেন্ট মোঃ সাইদুল ইসলাম ভূইয়া, কোষাধ্যক্ষ মোঃ আবদুল হালিম,সদস্য মোঃ আবদুল আউয়াল সরকার।
এসময আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ও সনোলজিস্ট ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ,এডভাইজার টু ডিজি এডভোকেট কিরনময় দত্ত,অনিতা দত্ত,সাবেক প্রেসিডেন্ট মোঃ আতোয়ার জাহান ভূইয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
ডাঃ একেএম আবদুস সেলিম বলেন,”লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল”বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা। যার শিকড় বিশ্বের প্রায় সকল প্রান্তে বিস্তৃত। আমাদের উদ্দেশ্য মানুষের মধ্যে সম্প্রীতি গড়ার চেতনাকে উজ্জীবিত ও পৃষ্ঠপোষকতা করা। সুশাসন ও সুনাগরিকত্ব -এ আদর্শকে ধারণ করা। কমিউনিটির নাগরিক, সাংস্কৃতিক এবং নৈতিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ।বন্ধুত্বের বন্ধন, সুসম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে ক্লাবগুলোকে ঐক্যবদ্ধ করা।