নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার পিরিজকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ভূঁইয়া। সঞ্চালনা ছিলের রায়পুরা উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসাইন। এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক – শিক্ষিকা সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী সহ সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়।