মোঃ ইকরামুল হক রাজিব।।
বাগেরহাটের রামপালে সুন্দরবনগামী মৎস্যজীবী ও জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৩১ অক্টোবর) বিকেলে সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোঃ মোতাসিন ফারাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন’র চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ লিয়াকত আলী।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, যুবদল নেতা মোঃ শাহাজালাল গাজী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, ছাত্রনেতা মোফাজ্জল হোসাইন বাদলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলেরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিএনপি নেতা ফরিদুল ইসলাম বলেন সুন্দরবন আমাদের দেশের একটি জাতীয় সম্পদ এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের সুন্দরবনের কারণে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই এখানে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন আমাদের এই সুন্দরবনের অপরূপ দৃশ্য দেখার জন্য তাই আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ আপনারা এই সম্পদ রক্ষা করবেন। আমি সর্বসময় আপনাদের পাশে ছিলাম আছি এবং যতদিন বেঁচে থাকবো আপনাদের প্রতি আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে ।এবং আপনারা যারা মৎস্য ব্যবসায়ী ও জেলে রয়েছেন যেকোনো প্রয়োজনে আপনাদের পাশে পাবেন আমাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান।