ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)’র দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে সফিকুল ইসলাম শিল্পি ও সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনে দৈনিক কালের কন্ঠ রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পি সভাপতি ও দৈনিক কালবেলা রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এবং থানার এসআই দেলোয়ার হোসেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার আব্দুর রহিম। নির্বাচন পরিদর্শন করেন সহ-শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ ও পৌর বিএনপির সম্পাদক মহসিন আলী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী।