বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে গতকাল ১৫ ডিসেম্বর বেলা ১১টায় রেলওয়ে শ্রমিক দলের কার্যালয় থেকে আনন্দ র্যালী বের হয়ে রেলগেট জিএম ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আনন্দ র্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
দলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে প্রতিষ্ঠার দিনটি উদযাপন করেন।
কেক কাটার পাশাপাশি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে রেলওয়ে শ্রমিক দলের গুরুত্বপূর্ণ অবদান এবং কর্মীদের মধ্যে ঐক্য ও একাগ্রতার বার্তা দেওয়া হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্র কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রঞ্জু, সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ।
আরও উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দলের রাজশাহী সদর দপ্তর শাখার সভাপতি খাদিমুল হক, সম্পাদক মামুনুর রশিদ, ওপেন লাইন শাখার সভাপতি সেলিম রেজা, ওপেন লাইন শাখার সম্পাদক আবুল কাশেম, নূর ছালাম, হাফিজুর রহমান, আব্দুর রহমান রকি, হলিউড রহমান, ওপেন লাইন শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল রেজা রাজা প্রমুখ ।