রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীতে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ওই নারীর নাম মোসা: পলিয়ারা খাতুন (৩২)। তিনি চাপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহারাজপুর মেলার মোড় এলাকার সাদ্দামের স্ত্রী।
২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে কাটাখালি বাংলা ট্রাক ক্রিকেট একাডেমীর সামনে চাপাইনবয়াবগঞ্জ গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার দেহে থাকা একটি প্যাকেটে ২০০০পিস ইয়াবা উদ্ধার করে ডিএনসির সদস্যরা।
এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক সার্কেলের পরিদর্শক রায়হান আহমেদ খান বলেন, গতকাল বিকেল ৩টার দিকে কাটাখালি এলাকার মহা সড়কে আমরা চেকপোস্ট পরিচালনা করি। এসময় হাবিল ট্রাভেলস নামের একটি নাইট কোচে তল্লাশি চালিয়ে এইচ-৩ নং সিটে বসা একজন মহিলার দেহে ২০০০ পিস ইয়াবা উদ্ধার হয়।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে কাটাখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।