স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ছিনতাই মামলার আসামি মো: রাকিবকে (২৫) গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ। গতকাল রাতে রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেফতারকৃত রাকিব রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া গ্রামের মো: বুলবুলের ছেলে। সে বর্তমানে নগরীর ভাটাপাড়া এলাকায় বসবাস করে।
এব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, বহরমপুর মোড়ে ছিনতাইয়ের ঘটনায় রাকিব জড়িত। এছাড়া জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় রাজপাড়া থানার বহরমপুর মোড়ে স্বপ্ন মেডিসিন পয়েন্ট দোকানের সামনে থেকে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদ শেষে গতকাল ২৪ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত ছিনতাইকারীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স্বপ্নের বাংলাদেশ/ইআবি