রাজশাহীতে মাদকবিরোধী গণসচেতনতা মূলক কর্মসূচি পালন করছেন রাজশাহী মহানগর যুবদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে নগরীর কোট ঢালান মোড় থেকে গণসচেতনতা মূলক কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন পাড়া মহল্লায় এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এতে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
মাদক বিরোধী গণসচেতনতা কর্মসূচিতে তিনি বলেন, মাদক দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। শুধু তাই নয় মাদক নামক এক ভয়াল আগ্রাসী নেশা ধীরে ধীরে খেয়ে ফেলছে আমাদের প্রজন্মকে। মাদকের ভয়ানক আসক্তি সমাজ, দেশ ও রাষ্ট্রের অভ্যন্তরে দীর্ঘমেয়াদে নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে কিংবা ভবিষ্যতেও ঘটাবে। তাই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে সকলকে।
এসময় রফিকুল ইসলাম রবি সন্ত্রাসবাদ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সর্বদা তরুণদের দেশপ্রেম ও মানবতার প্রতি দায়িত্ববোধ সমুন্নত রাখার আহ্বান জানান যুবদলের এই নেতা।
এর আগে রবি নগরীর বিভিন্ন এলকায় মাদকবিরোধী গণসচেতনতার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন যুবদলের এই নেতা।
কর্মসূচিতে মহানগর ওয়ার্ড ও থানাসহ বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।