Dhaka 11:35 am, Thursday, 26 December 2024

ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি গত দুইদিনে একটু উন্নতির দিকে ছিল। এরইমধ্যে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া দফতর, জানিয়েছে ভারি বর্ষণের তথ্য।

শনিবার (২৪ আগস্ট) আগামী ৪৮ ঘণ্টার জন্য দেয়া ভারি বর্ষণের সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

 সতর্কবাণীতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
 
ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও বার্তায় জানানো হয়।
 
এদিকে শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে প্রধান নদীসমূহের পানি ধীর গতিতে হ্রাস পাচ্ছে।
 
এতে আরও বলা হয়, দু দিন বৃষ্টি কম হওয়ায় পানি বাড়েনি। দেশের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ৫টি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  

ট্যাগস :

Write Your Comment

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

ভারি বর্ষণ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আপলোড সময় : 10:27:48 pm, Saturday, 24 August 2024

বৃষ্টি এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতি গত দুইদিনে একটু উন্নতির দিকে ছিল। এরইমধ্যে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া দফতর, জানিয়েছে ভারি বর্ষণের তথ্য।

শনিবার (২৪ আগস্ট) আগামী ৪৮ ঘণ্টার জন্য দেয়া ভারি বর্ষণের সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

 সতর্কবাণীতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ২৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি (৪৪-৮৮ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
 
ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও বার্তায় জানানো হয়।
 
এদিকে শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে প্রধান নদীসমূহের পানি ধীর গতিতে হ্রাস পাচ্ছে।
 
এতে আরও বলা হয়, দু দিন বৃষ্টি কম হওয়ায় পানি বাড়েনি। দেশের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ৫টি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।