রাজশাহীর বাগমারার উত্তর একডালা মহল্লার বাসিন্দা বীরমু্ক্তিযোদ্ধা জাবেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এক বার্তায় তিনি শোক সন্তোপ্ত পরিবরের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল বাদ জোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি সাবেক এমএনএ শাহ জাফরুল্লাহর ছোটভাই এবং তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জিয়াউদ্দিনের চাচা। শোক বার্তায় এমপি আবুল কালাম বলেছেন, তিনি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর মৃত্যুর কারনে দলের অপূরণীয় ক্ষতি হলো।