Dhaka 11:16 pm, Monday, 23 December 2024

বিএনপির নেতা বাচ্চুর ওপর হামলা, ১৬ জনের নামে মামলা

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে আহতের স্ত্রী পারভীন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা দায়ের করেন।
নাটোর থানা পুলিশের কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলায় আহত মো. শহিদুল ইসলাম বাচ্চু নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক। তিনি শহরের ফৌজদারি পাড়া এলাকার বাসিন্দা।

নাটোর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আজ আহতের স্ত্রী পারভীন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছেন।

বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে গত বুধবার(৩ জুলাই) সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বাসা থেকে আসছিলেন। এসময় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে দুবৃত্তরা তাকে এলোপাথারী কুপিয়ে চলে যায়।
এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যক্ষম ও রক্তাক্ত হয়। পরে তাকে আশংঙ্কাজনকভাবে উদ্ধার করে প্রথম নাটোর আধুনিক সদর হাসপাতালে এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। ওইদিন বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে আসা প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাব্বির হোসেন চপল, জেলা শ্রমকি দলের দপ্তন সম্পাদক রফিকুল ইসলাম, ৫ নম্বর ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলুসহ ৬ জনের ওপর হামলা করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

বিএনপির নেতা বাচ্চুর ওপর হামলা, ১৬ জনের নামে মামলা

আপলোড সময় : 10:36:59 pm, Saturday, 6 July 2024

নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুর ওপর হামলার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে আহতের স্ত্রী পারভীন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় এ মামলা দায়ের করেন।
নাটোর থানা পুলিশের কর্মকর্তা ওসি মো. মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হামলায় আহত মো. শহিদুল ইসলাম বাচ্চু নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক। তিনি শহরের ফৌজদারি পাড়া এলাকার বাসিন্দা।

নাটোর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আজ আহতের স্ত্রী পারভীন ইসলাম বাদী হয়ে নাটোর সদর থানায় ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছেন।

বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবীতে গত বুধবার(৩ জুলাই) সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বাসা থেকে আসছিলেন। এসময় নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে দুবৃত্তরা তাকে এলোপাথারী কুপিয়ে চলে যায়।
এতে তার পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক যক্ষম ও রক্তাক্ত হয়। পরে তাকে আশংঙ্কাজনকভাবে উদ্ধার করে প্রথম নাটোর আধুনিক সদর হাসপাতালে এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। ওইদিন বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানে আসা প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক সাব্বির হোসেন চপল, জেলা শ্রমকি দলের দপ্তন সম্পাদক রফিকুল ইসলাম, ৫ নম্বর ওযার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিটলুসহ ৬ জনের ওপর হামলা করা হয়।