নাটোরের সিংড়ায় বিএনপির এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে মৎসজীবী দলের নেতা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতার নাম মো. আব্দুল হান্নান। তিনি সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা প্রভাষক মো. আব্দুল হান্নান মঙ্গলবার সন্ধ্যায় সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সভা শেষে বামিহাল বাজারে আসার পর একই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে একপর্যায়ে কুদ্দুস ও তার লোক আব্দুল হান্নানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।পরবর্তীতে আব্দুল হান্নানকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আব্দুল কুদ্দুস বামিহাল পুলিশ ক্যাম্প লুট ও একাধিক হত্যা মামলার আসামি।
সিংড়া থানার ওসি আবুল কালম ব, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।