মোঃ ইকরামুল হক রাজিব।।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে বাগেরহাটে জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম এর বিরুদ্ধে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আবুল কালাম আজাদ বুলু লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রের নির্দেশে বাগেরহাট জেলার সকল কমিটির স্থগিত করা হয়। কেন্দ্রের নিয়ম নীতির তোয়াাক্কা না করে জেলা বিএনপি’র আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম তার নিজের লোকজন নিয়ে সদর উপজেলার আহবায়ক কমিটি ঘোষণা করেন। তারা পূর্বের কমিটি বাতিল না করে নিজের খেয়াল খুশিমত আরও একটি কমিটি ঘোষনা করেছেন। এ ব্যাপারে বিএনপি’র কেন্দ্রীয় কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। এ সময় বিএনপি নেতা শমসের আলী মোহন, শাহেদ আলী রবি, মাহাবুবুর রহমান টুটুল, সৈয়দ নাসির আহমেদ মালেক, অধ্যাপক হাদিউজ্জামান হিরুসহ বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
পরে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইজ্ঞিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম অপর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় এটি এম আকরাম হোসেন তালিম তার বক্তব্যে বলেন, আমরা বাগেরহাট সদর উপজেলা বিএনপিকে সু সংগঠিত করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গত ১২ মে ২০২৩ তারিখের স্থগিত হওয়া কমিটি পুনরায় গত ২৩ অক্টোবর দূর্দীনের কর্মী ডা: আব্দুর রহমানকে আহবায়ক ও সাবেক ছাত্রনেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপনকে সদস্য সাচব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুৃমোদন দেওয়া হয়েছে। এখানে ৫ই আগষ্ঠের পর দলের নাম ভাঙ্গিয়ে লুটপাটকারীরা এবং দল থেকে বহিস্কৃতরা দলের ভাবমুক্তি ক্ষুন্ন করার জন্য এই ধরনের অগঠনতান্দ্রিক অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। আমরা সঠিক ভাবে যাচাই করে দলের গঠনতন্দ্র মেনে কমিটি অনুমোদন দিয়েছি। এ সময় জেলা বিএনপির আহবায়ক ছাড়াও সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।