বাগেরহাটে প্রবাসীর বসৎ বাড়ী দখল ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে প্রবাসির ভাইয়ের ছেলে। গত ২৫ মে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী গ্রামে বসৎ বাড়ী দখল ও ভাংচুরের ঘটনা ঘটে। লিখিত অভিযোগে জানা যায়,মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাতী গ্রামের সরোয়ার হাওলাদার স্ব-পরিবারসহ বিদেশে থাকে।বিদেশে থাকার কারনে পারিবারিক ও বিভিন্ন বিষয়ে আপন বোন মোসাঃ মেরিনা বেগম ও ঝর্না বেগমের সাথে মনোমালিন্য চলে আসছে।প্রবাসী সরোয়ার হাওলাদার বাড়ীতে না থাকার সুযোগে বোন মেরিনা বসৎ বাড়ীর জায়গা জোর করে দখল করা টাকা পয়সা আত্মসাৎসহ বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত প্রবাসির বাবার ঘর জোর করে ভেঙ্গে নিয়া গেছে।গাছ কেটে নিয়েছে এমকি প্রবাসী সরোয়ার হাওলাদারের বাড়ীর কাজের রড,সিমেন্ট ও বালু চুরি করিয়া নিয়া যায়। মেরিনা বেগমে ভাই খোকন হাওলাদার বলেন,আমার ভাই প্রবাসী সরোয়ার হাওলাদার চাচাতো ভাইয়ের কাছ থেকে জায়গা কিনেছে,এই জায়গার গাছ আমাদের ছোট বোন মেরী জোর করে কেটে নিয়েছে। আমাদের বাবার ঘর জোর করে ভেঙ্গে নিয়া গেছে। আমি বাধা দিতে গেলেও আমার কোন কথা শোনেনি। একই বাড়ীর মোঃ সাহরিয়ার বলেন,মেরিনা বেগম মিস্ত্রি দিয়ে ঘর খুলে নিয়া গেছে। সব অভিযোগ অস্বীকার করে মেরিনা বেগম বলেন আমি ঘর ভাঙ্গিনি, ঘর ভাঙ্গছে আমার মা। আর আমার মাযের হাতে লাগান গাছ কাজের জন্যে কেটে আনছি। মোরেলগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মাদ সামসুদ্দীন বলেন, ঘটনাটি তদন্তপুর্বক আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
বেকিং নিউজ :
বাগেরহাটে প্রবাসীর বসৎ বাড়ী দখল ও ভাংচুরের অভিযোগ
- মোঃ ইকরামুল হক রাজীব ###
- আপলোড সময় : 06:25:27 pm, Sunday, 30 June 2024
- 33 বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয়