মোঃ ইকরামুল হক রাজিব।।
বাগেরহাট ২ আসনের মাননীয় সংসদ শেখ সারহান নাসের তন্ময় এমপির পক্ষ থেকে ও বেমরতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ মিলন ডাকুয়া’ র নেতৃত্বে
বেমরতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরগ্রাম এবং ভদ্রপাড়ায় ২০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছায়ে দেওয়া হয় ।
এ সময় আরো উপস্থিত থাকেন,আরমান অভি,সানি ফকির, ইমন ডাকুয়া, রিংকু শেখ, হান্নান শেখ, তরিকুল মোল্লা প্রমুখ ।