বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ৩ নং দ্বীপপুর ইউনিয়নের মিরপুর হাইস্কুল সংলগ্ন সরকারি রাস্তায়। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি রাস্তার ধারে কিছু মেহগনি সহ বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে।
সেই গাছ গুলি মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান দুলালের যোগসাজশে বিক্রয়ের অভিযোগ উঠেছে।
ছায়া ও শোভা বর্ধনকারী গাছগুলো কেটে সাবাড় করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় মোফাজ্জল হোসাইন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। নথি অনুযায়ী প্রধান বিবাদী করা হয়েছে দ্বীপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শামসুল ইসলাম, হবির, টুকু, সম মেম্বার এসাহাক কে।
সূত্র জানায়, গাছগুলো বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাস্তায় হওয়ায় এলজিইডি প্রকৌশলী খলিলুর রহমানকে অবহিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাটা গাছের মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
এ বিষয়ে মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এর মুঠোফোনে কল দিলে তিনি বলেন, ওই সময় স্কুলের কাজে আমি ভবানীগঞ্জ ছিলাম।
গাছগুলি স্কুলের না কী সরকারি এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, এগুলো স্কুলের গাছ হিসাবে জানি । কে বা কারা বিক্রয় করেছেন এমন প্রশের উত্তরে তিনি কিছু জানেন না বলে জানান। তবে তিনি এক পর্যায়ে বলেন, সংগত কারণে আমি বাগমারা থানায় লিখিত অভিযোগ দিয়ে এসেছি। তবে যারা কেটেছে তাদের নামে অভিযোগ দিয়েছি। ওরা তো শ্রমিক আসল বিক্রেতা-ক্রেতা কে ? এমন প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন ।
বাগমারা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী খলিলুর রহমান হোয়াটসঅ্যাপ কলে জানান, প্রাথমিক ভাবে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সাথে জড়িত। এ বিষয়ে বাগমারা থানায় মামলা দায়ের হয়েছে।