“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিবাদ্যেকে সামনে নিয়ে পটুয়াখালীর বাউফলে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। উপজেলা পরিষদ মিলনাতনে দিবসটির উপলক্ষে আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদান ও ২৫ জন যুবদের মাঝে ১১ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মনিরুজ্জামন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকার প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, আরডিএস পরিচালক আঃ খালেকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন যুব সমিতির সদস্য প্রশিক্ষণার্থীরা।