কুমিল্লা জেলার বরুড়ায় আড্ডা ইউনিয়ন ছোটতুলাগাঁও গ্রামের বড় ভাইয়ের নির্মাণাধীন বিল্ডিং ঘর ভেঙ্গে দিলো একই বাপের সন্তান সৎ ভাই (ছোট ) মোকারাম বিল্লা বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট তুলাগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোকারাম বিল্লা (৪২), তার স্ত্রী পারুল আক্তার(৩৫)-,ছেলে সায়েম মিয়া( ২৪ ) মিলে সিদ্দিকুর রহমান এর বড় ছেলের নির্মাণাধীন বিল্ডিং ঘর ভেঙ্গে দিলো গত ২৩-৩-২০২৪- শুক্রবার জন্মার নাজের সময়।
বাদী মোতাছাম বিল্লা (৪৮) অভিযোগে জানায় আমার ছোট বেলা থেকে ঠিক মত বাড়িতে থাকা হয়না। আমি পৈত্রিক ওয়ারিশ মূলে মালিক হই। ছোট তুলাগাঁও মৌজার বি এস -২১৯-নং খতিয়ানভূক্ত সাবেক ২৬৫,২৬৬,ও ২৬৮-নং এবং হাল দাগ ৪৫৩,৪৫৪,ও ৪৫৯-নং দাগে সর্বমোট ১৮-শতক সম্পত্তি। বিগত ২০২০-ইং সনে তফসীলোক্ত সম্পত্তি স্থানীয় সার্ভেয়ার দ্বারা পরিমাপ করিয়া সীমানা নির্ধারণ করিয়া তথায় বসত ঘর(বিল্ডিং) নির্মাণ করি। আমাদের পত্রিকা প্রতিনিধি সরজমিন গেলে বিবাদী মোকারাম কে পাওয়া যায়নি, তার স্ত্রী পারুল আক্তার ও ছেলে স্বীকার করে আমরা এই বিল্ডিং ঘরের একটি কক্ষ ভেঙ্গে ফেলি, আমাদের কে গ্রামের ১৫ জন লোক মিলে বলছে এই সম্পত্তি আমাদের। এ সময় মোতাছাম বিল্লার দাবী ইতিপূর্বেও আমি থানায় লিখিত অভিযোগ দাখিল করি, এছাড়াও তারা আমার বসত ঘরে ইট-পাটকেল করে বসত ঘরের টিনের অনেক ক্ষতি সাধান করে, আমি চাকরি সুবাদে বাড়িতে থাকা হয় না আমার ছোট ছোট বাচ্চারা সব সময় তাদের আতঙ্কে থাকে এ অবস্থায় আমার বাচ্চারা সহ আমার পরিবারের জীবন হুমকির মুখে। তারা সব সময় অকথ্য ভাষায় গাল-মন্দ করে, আমি প্রশাসনের নিকট জোরদাবী জানাচ্ছি যেন সঠিক বিচার করে, আমার প্রায় ১৩-লক্ষাধীক টাকার ক্ষতি-সাধান করে এ মোকারাম বিল্লা সহ তার পরিবার।