নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে
শুক্রবার সকালে পার্শ্ববর্তী গুরুদাসপুর ও তারাশ উপজেলাতে চলনবিলে এই নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়।প্রেসক্লাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের নেতৃত্বে নৌকা ভ্রমণে অতিথি হিসেবে নাটোর কোর্টবারের কোষাধ্যক্ষ, এ্যাড. মোকলেসুর রহমান মিলন, গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ, চলনবিল প্রেসক্লাবের সভাপতি কালের কণ্ঠ প্রতিনিধি আলী আক্কাস উপস্থিত ছিলেন।
নৌকা ভ্রমণের আহ্বায়ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল মান্নানের সঞ্চালনায় নৌকা ভ্রমণে র্যাফেল ড্র, ঝুড়িতে বল ফেলা, মহীলাদের বালিশ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের -সভাপতি, হাসানুল বান্না উজ্জ্বল (ইনকিলাব) যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আলী গাজী (মানব কণ্ঠ) সাংগঠনিক সম্পাদক, মতিউর রহমান সুমন (কালবেলা) কোষাধ্যক্ষ, আব্দুল আউয়াল মন্ডল (দেশ রুপান্তর) দপ্তর সম্পাদক, সোহেল রানা (ভোরের ডাক) প্রচার সম্পাদক, ফারুক হোসেন (আলোকিত বাংলাদেশ) পাঠাগার বিষয়ক সম্পাদক, আসমত উল্লাহ (জনবাণী) প্রকাশনা সম্পাদক, মন্তাজুর রানা (নয়া দিগন্ত) ধর্মবিষয়ক সম্পাদক, নিজাম উদ্দিন (সংগ্রাম) সাহিত্য সম্পাদক সম্পাদক, বুলবুল আহমেদ (আমার সংবাদ) সাংস্কৃতিক সম্পাদক, সাইফুল ইসলাম (আলোকিত সকাল) তথ্য ও প্রযুক্তি সম্পাদক, রাশেদুল ইসলাম(ডেল্টা টাইমস) ক্রিয়া সম্পাদক, নুর আলম (উত্তরবঙ্গ বার্তা) কার্যনির্বাহী সদস্য, রাকিবুল ইসলাম রাজন (আলোর দিগন্ত) শাওন ভূইয়া, মকলেস গাজী, বেলহাজ উদ্দিন বাধঁনসহ ব্যবসায়ী, সাংবাদিক, রোভার স্কাউট সদস্য, ডাক্তার ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নৌকা ভ্রমণে অংশগ্রহণ করেন।