রংপুরে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে পবিত্র
ঈদুল ফিতরে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহানগর পরশুরাম থানা যুবদল ও বিএনপি।
ঈদের ২য় দিন ১২ এপ্রিল ২০২৪ ইং শুক্রবার বিকেলে মহানগর পরশুরাম থানা যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা সৌজন্যে সাক্ষাৎ করেন।
প্রথমে রংপুর মহানগর যুবদলের আহবায়ক মো: নুরুন্নবী চৌধুরী মিলন ও মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী (ডন) এর সাথে সাক্ষাৎ করে সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়নের বাড়ি তে তার পরিবারের খোঁজ খবর নিতে যান নেতা কর্মীরা।
এরপর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন মহানগর যুবদল ও বিএনপির নেতা- কর্মীরা। এসময় শামসুজ্জামান শামু বলেন পবিত্র ঈদুল ফিতর সবার মনে অনাবিল সুখ আর আনন্দে ভরে তুলুক এই প্রত্যাশা করছি।