নাটোর শহরের রেলষ্টেশন গুড়পট্টি এলাকায় চাঁদাবাজী করতে এসে ৪জন ভূয়া সাংবাদিককে স্থানরীয়রা আটক করে পুলিশে কাছে সোপর্দ করেছে।
শনিবার বিকালে শহরের তেবাড়িয়া পুরাতন ইউনিয়ন পরিষদ কার্য্যলয় চত্তর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রাজশাহী মতিহার থানার অক্রয় মোড় এলাকার জামরুলতলার আঃ সাত্তারের ছেলে সাইদ হাসান(পিন্টু) ৪৬- শহরের পাক ইসলামপুর (ওয়া বাসিনা) মৃত্য জনাব আলীর ছেলে নুর জামাল( ৪২) সুরুজ আলী (আরিয়ান) ২৬- এবং কাটাখালী থানা এলাকার দেওয়ান পাড়ার শহিদুল ইসলামের মেয়ে পাপিয়া খাতুন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শনিবার বিকালের দিকে একটি সাদা রংয়ের প্রাইভেটকার (চট্র মেট্রো-০২-০৫৬১) করে বিডি নিউজ ট্রিপল নাইন, জি গ্রামবাংলা খবর এর আইডি কার্ড ,বুম এবং বড় ক্যামেরা নিয়ে ছাতনী এলাকায় আসে ওই চারজন। ওই সব গণমাধ্যমের আইডি কার্ড ঝুলিয়ে এবং বুম হাতে তারা বিভিন্ন ইট ভাটা ও মাটির পয়েন্ট এ গিয়ে চাঁদা আদায় করে। পরে তারা নিজেদের সাংবাদিক বলে পরিচয় দিয়ে বিকালে শহরের তেবাড়িয়া পুরাতন ইউনিয়ন পরিষদ (সাবেক) কার্য্যলয়ে প্রবেশ করে । এ সময় তারা সেখানে রাসেদুল ইসলাম কোয়েল এর কাছে প্রথমে ৫০ হাজার পরে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে এমন ঘটায় সন্দেহ হলে তারা ওই ৪ জনকে আটক করে পুলিশ এবং স্থানীয় সাংবাদিক নেতাদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ওই প্রাইভেট কারও জব্দ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নাটোর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান,এঘটনায় শনিবার রাতে মোস্তাক নামে এক ব্যক্তি থানায় একটি এজাহার দিতে এসেছে।রিপোর্ট লেখা পর্যন্ত এজাহারটি প্রক্রিধীন রয়েছে। এজাহার হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।