কুমিল্লা থেকে প্রকাশিত”দৈনিক কুমিল্লার কাগজ”পত্রিকাটি
গত ২০ বছর ধরে নিয়মিত নিউজ, ভিডিও, লেখালেখি ও সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষাভাষী এবং অন্যান্য কমিউনিটিকে সেবা দিয়ে আসছে।
গত দুই দশক ধরে পত্রিকাটি বাংলা সংস্কৃতি ও কৃষ্টি বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মূলধারার নানা সংবাদ প্রচার করার পাশাপাশি কবি, সাহিত্যিক, লেখকদের লেখা নিয়মিত প্রকাশ করে।
কুমিল্লার বহুল প্রচারিত পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক কুমিল্লার কাগজের উপজেলা পর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের নিয়ে ‘সহযাত্রী সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
২০ বছর পূর্তির মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে বুধবার(৬ নভেম্বর ২০২৪ খ্রিঃ) কুমিল্লা মহানগরীর গোল্ডেন স্পুন কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক সাংবাদিক ও গবেষক আবুল কাশেম হৃদয়।
কুমিল্লার কাগজের উপ -সম্পাদক ও প্রধান বার্তা সম্পাদক জহির শান্তর সঞ্চালনায় সম্মেলনে কুমিল্লা জেলার সবকটি উপজেলা থেকে আগত সংবাদদাতা, প্রতিবেদক এবং কুমিল্লার কাগজের সাংবাদিক ও কর্মকর্তাগণ অংশ নেন।
‘সহযাত্রী সম্মেলন’ নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক কুমিল্লার কাগজের লাকসামের স্টাফ রিপোর্টার মজিবুর রহমান দুলাল, চৌদ্দগ্রামের স্টাফ রিপোর্টার মজিবুর রহমান বাবলু, বরুড়ার স্টাফ রিপোর্টার ইলিয়াস আহমেদ, চান্দিনার বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর, মুরাদনগরের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান, সদর দক্ষিণের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, ব্রাহ্মণপাড়ার স্টাফ রিপোর্টার ইসমাইল নয়ন, বুড়িচংয়ের স্টাফ রিপোর্টার সৌরভ মাহমুদ হারুন, দাউদকান্দির স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, মনোহরগঞ্জের স্টাফ রিপোর্টার হুমায়ুন কবীর মানিক, হোমনা প্রতিনিধি এমএ কাশেম, লাকসাম প্রতিনিধি আব্দুর রহিম, দেবিদ্বার প্রতিনিধি শাহিন আলম, নাঙ্গলকোট প্রতিনিধি বারিউদ্দিন আহমেদ বাবর, ইমরান হোসেন সোহান, রেলওয়ে স্টেশন প্রতিনিধি ফেরদৌস মাহমুদ মিঠু, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান ও সংবাদদাতা আতিকুর রহমান তনয়।
এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লার কাগজের সাহিত্য সম্পাদক কাজী মোঃ আলমগীর, অনলাইন ইনচার্জ কাজী শামীম, প্রধান প্রতিবেদক তানভির খন্দকার দিপু, যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন, মাল্টিমিডিয়া ইনচার্জ আনিসুর রহমান। সহযাত্রী সম্মেলনে উপস্থিত সকলকে স্বাগত জানান দৈনিক কুমিল্লা কাগজের ব্যবস্থাপনা সম্পাদক শাহিনুর নাহার।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লার কাগজের কর্মকর্তা দিবানুর নাহার রজনী, নাহিদা আক্তার তরী, স্টাফ রিপোর্টার বশিরুল ইসলাম, আলোকচিত্রী সজিব হোসেন, আলমগীর কবির, সার্কুলেশন ম্যানেজার মোশাররফ হোসেন, সার্কুলেশন সহকারী মেহেদী হাসান প্রমুখ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন কুমিল্লার কাগজের ভয়েজ আর্টিস্ট ও স্ক্রিপ্ট রাইটার কাজী রাফি শামস।
প্রধান অতিথির বক্তব্যের কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয় সুদীর্ঘ ২০ বছরের পথ চলায় সার্বিক সহযোগিতা ও পাশে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বিগত সময়ের মতো আগামী দিনগুলোতেও বস্তুনিষ্ঠ এবং সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ ও লেখা প্রকাশের পাশাপাশি পত্রিকাটি ভিডিও চিত্র, সাক্ষাৎকার, সামাজিক অনুষ্ঠান প্রচার ও সমাজ সেবামূলক নানা কার্যক্রম চালিয়ে আসছে। সমাজ সেবামূলক কার্যক্রম ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রমে কমিউনিটিতে বিশেষ ভূমিকা রেখেছে।