শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে চার্জশিট গ্রহণ করেন। আগামী ২ মে মামলার পরবর্তী শুনানি তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মামলাটি বিশেষ জজ আদালত-৪ এ বদলি করা হয়েছে। এ সময় ড. ইউনূস আদালতে উপস্থিত ছিলেন। তার সঙ্গে ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধি, নেদারল্যান্ডসের প্রতিনিধি ও যুক্তরাজ্যের কর্মকর্তারা।
শুনানি শেষে আদালত থেকে বের হয়ে ড. মুহাম্মদ ইউনূস এই মামলা সম্পর্কে বলেন, ‘এখানো তো বিচার শুরু হয়নি। মাত্র অভিযোগ গ্রহণ করল। তবে যে কথাটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এটা থেকে আপনিও মুক্তি পাবেন না। কথা হলো এ বিষয়ে আমার কী ভূমিকা ছিল। এই যে হেনস্তাটা হলো, আমি কি হেনস্তা মনে করেছিলাম? আর যদি হেনস্তা মনে করেই থাকি। এর জবাব সবাইকে দিতে হবে একদিন। হেনস্তা হয়েছি কিনা এটা ভিন্ন ব্যাপার।’