কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম।
চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)মোঃ জসিম উদ্দিন দেওয়ান, এএসআই(নিঃ) মোঃ সুলেমান ভূইয়া সঙ্গীয় ফোর্সনিয়ে (১৬ মে)সকাল ০৬.১৫ মিনিটের সময় চৌদ্দগ্রাম থানাধীন ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ ইকবাল হোসেন ব্রাহ্মণপাড়া থানার ০৯নং ওয়ার্ড, দক্ষিণ সিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের মৃত আবুল বাশার এর ছেলে। বর্তমানে সে বাবুর্চি গ্রামের হক মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামি মোঃ ইকবাল হোসেন এর বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।
মাদকের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানার অভিযান অব্যাহত রয়েছে।