Dhaka 2:55 pm, Sunday, 22 December 2024

চির নিন্দ্রায় উপজেলা আ’লীগের সম্পাদক আশরাফুল ইসলাম

এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে অশ্রুসিক্ত চোখে, শ্রাদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় বিদায় জানালো সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার ( ২৭ জুন) সকাল ১১ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। অত্র উপজেলা সহ আশেপাশের উপজেলার নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে গাঁওপাড়া গ্রামে পারিবারিক  কবরস্থানে তার মরদেহটি দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সেন্টু , চারঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক ও জেলা আ’লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এমপি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট -বাঘা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহরিয়ার আলম এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানাজা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিহত আশরাফুল ইসলাম বাবুলের মরদেহে আ’লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন।

উল্লেখ্য,গত শনিবার (২২ জুন) সকালে আ’লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবশেষে বুধবার(২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আশরাফুল ইসলাম বাবুল।

নম্র ভদ্র ও সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি বাঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা, বাঘা উপজেলা আওয়ামী যুবলীগের ১৯ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন ও বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আশরাফুল ইসলাম বাবুল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

চির নিন্দ্রায় উপজেলা আ’লীগের সম্পাদক আশরাফুল ইসলাম

আপলোড সময় : 04:02:10 pm, Thursday, 27 June 2024

এম ইসলাম দিলদার, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলকে অশ্রুসিক্ত চোখে, শ্রাদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় বিদায় জানালো সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার ( ২৭ জুন) সকাল ১১ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। অত্র উপজেলা সহ আশেপাশের উপজেলার নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে গাঁওপাড়া গ্রামে পারিবারিক  কবরস্থানে তার মরদেহটি দাফন করা হয়।

জানাজা অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সেন্টু , চারঘাট উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক ও জেলা আ’লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী ও রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা এমপি, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও চারঘাট -বাঘা আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: শাহরিয়ার আলম এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানাজা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিহত আশরাফুল ইসলাম বাবুলের মরদেহে আ’লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন।

উল্লেখ্য,গত শনিবার (২২ জুন) সকালে আ’লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই গ্রুপের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবশেষে বুধবার(২৬ জুন) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আশরাফুল ইসলাম বাবুল।

নম্র ভদ্র ও সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি বাঘা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা, বাঘা উপজেলা আওয়ামী যুবলীগের ১৯ বছর সভাপতির দায়িত্ব পালন করেছেন ও বাঘা উপজেলা আওয়ামী লীগের দুই বারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আশরাফুল ইসলাম বাবুল।