গাজীপুরে বহুল প্রচলিত জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে নগরীর হাবিবুল্লাহ সরণি ইকবাল কুটিরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আব্দুর রশিদের সভাপতিত্বে ও বিভাগীয় সম্পাদক কফিল মাহমুদের সঞ্চলনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলমগীর হোসেন, সম্পাদক ও প্রকাশনা দৈনিক মুক্তবলাকা, রিপন শাহ, সাধারণ সম্পাদক গাজীপুর প্রেসক্লাব, এম. এ সালাম শান্ত, সাধারণ সম্পাদক- গাজীপুর সাংবাদিক ইউনিয়ন, অধ্যাপক রফিকুল ইসলাম রফিক, প্রিন্সিপাল হুমায়ূন কবির প্রমুখ।
সহযোগীতায় ছিলেন, মো. রাকিব হোসেন, বাসন প্রতিনিধি, দৈনিক গণমানুষের আওয়াজ, আলমগীর শিকদার, টঙ্গী প্রতিনিধি, দৈনিক গণমানুষের আওয়াজ, মো. কাজল, কাশিমপুর প্রতিনিধি, দৈনিক গণমানুষের আওয়াজ।
আরও উপস্থিত ছিলেন, জানে এ আলম, সম্পাদক ও প্রকাশনা দৈনিক কণ্ঠবাণী, কামাল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজীপুর প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন, আব্দুল গাফফার- কালিগঞ্জ প্রতিনিধি দৈনিক যুগান্তর, শাহাজাহান খান, ভারপ্রাপ্ত সম্পাদক- দৈনিক ভোরের আলো, রেজাউল করিম মোল্লা- বার্তা সম্পাদক সাপ্তাহিক আদর্শ বাণী, হেলেনা আক্তার- দৈনিক অগ্নি শিখা, এমদাদুল হক গামা- পাক্ষিক বঙ্গবাজার, রফিকুল ইসলাম রুবেল- দৈনিক বর্তমান কথা, সুব্রত চন্দ্র দাস- দৈনিক আজকালের কণ্ঠ প্রমুখ।
বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও ভাল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভাল কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন।