Dhaka 12:50 pm, Wednesday, 25 December 2024

কুমিল্লা লাকসামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত

কুমিল্লার লাকসামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে শহীদ উল্ল্যা সরু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত সরু উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের আলী মিয়া দরবেশের পুরান বাড়ির মৃত ছৈয়দ আহমদের ছেলে।

নিহতের ভাতিজা আমানুল্লাহ জানান, সকাল দশটার দিকে পার্শ্ববর্তী বাড়ির শহিদুল্লাহ ড্রাইভার আমাদের জায়গা থেকে মাটি কেটে তাদের বাড়ির রাস্তায় ফেলছিল। এ সময় আমি বাধা দিলে তারা আমাকে তেড়ে আসে। পরে সরু চাচাকে খবর দিলে চাচীসহ তারা ঘটনাস্থলে এলে শহিদুল ইসলাম ড্রাইভার (৫৩) ও তার ছেলে তাজুল ইসলাম (২৯)সহ ১০/১২ জন নারী-পুরুষ তেড়ে এসে চাচিকে ধাক্কা দেয় এবং সরু চাচাকে কিলঘুসি ও লাথি মারে। এক পর্যায়ে ঘটনাস্থলে সরু চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আব্দুল কাদের জানান, ওই জমি নিয়ে শহীদদের সাথে আমাদের বিরোধ ছিল। আমরা শহীদের পূর্বপুরুষদের কাছ থেকে ৮০ বছর আগে এই জায়গা কিনেছি। কিন্তু তারা নিজের বলে দাবি করছে।

এদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম ড্রাইভার বলেন, এটা আমাদের পৈতৃক জায়গা। বন্যায় বাড়ির রাস্তা গর্ত হয়ে মাটি সরে ওই জায়গায় জমা হয়। আমরা সামান্য মাটি কেটে রাস্তায় ফেলেছি।

এ নিয়ে তারা বাধা দিলে সামান্য কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। শহীদুল্লাহ সরু হার্টের রোগী ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। হার্ট অ্যাটাক করেই তার মৃত্যু হতে পারে। আমরা তাকে মারধর করিনি।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তাজুল ইসলাম ও তার পিতা শহিদুল্লাহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

Write Your Comment

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

কুমিল্লা লাকসামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে একজন নিহত

আপলোড সময় : 11:18:32 am, Monday, 28 October 2024

কুমিল্লার লাকসামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে শহীদ উল্ল্যা সরু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত সরু উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের আলী মিয়া দরবেশের পুরান বাড়ির মৃত ছৈয়দ আহমদের ছেলে।

নিহতের ভাতিজা আমানুল্লাহ জানান, সকাল দশটার দিকে পার্শ্ববর্তী বাড়ির শহিদুল্লাহ ড্রাইভার আমাদের জায়গা থেকে মাটি কেটে তাদের বাড়ির রাস্তায় ফেলছিল। এ সময় আমি বাধা দিলে তারা আমাকে তেড়ে আসে। পরে সরু চাচাকে খবর দিলে চাচীসহ তারা ঘটনাস্থলে এলে শহিদুল ইসলাম ড্রাইভার (৫৩) ও তার ছেলে তাজুল ইসলাম (২৯)সহ ১০/১২ জন নারী-পুরুষ তেড়ে এসে চাচিকে ধাক্কা দেয় এবং সরু চাচাকে কিলঘুসি ও লাথি মারে। এক পর্যায়ে ঘটনাস্থলে সরু চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে আব্দুল কাদের জানান, ওই জমি নিয়ে শহীদদের সাথে আমাদের বিরোধ ছিল। আমরা শহীদের পূর্বপুরুষদের কাছ থেকে ৮০ বছর আগে এই জায়গা কিনেছি। কিন্তু তারা নিজের বলে দাবি করছে।

এদিকে অভিযুক্ত শহিদুল ইসলাম ড্রাইভার বলেন, এটা আমাদের পৈতৃক জায়গা। বন্যায় বাড়ির রাস্তা গর্ত হয়ে মাটি সরে ওই জায়গায় জমা হয়। আমরা সামান্য মাটি কেটে রাস্তায় ফেলেছি।

এ নিয়ে তারা বাধা দিলে সামান্য কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। শহীদুল্লাহ সরু হার্টের রোগী ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। হার্ট অ্যাটাক করেই তার মৃত্যু হতে পারে। আমরা তাকে মারধর করিনি।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তাজুল ইসলাম ও তার পিতা শহিদুল্লাহ ড্রাইভারকে আটক করা হয়েছে।