কুমিল্লা জেলা পুলিশ কর্তৃক তিতাসের দফাদার নজরুল পুরস্কৃত। মাদক, জুয়া ও অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দফাদার নজরুল ইসলামকে পুরস্কৃত করেছে কুমিল্লা জেলা পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের পাশাপাশি পুরস্কার প্রদান করা হয় ২ জন গ্রামপুলিশকে। তাদের একজন পোড়াকান্দি গ্রামের নজরুল ইসলাম।
১৪ মে মঙ্গলবার কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান বিপিএম (বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়।
মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ তথ্যপ্রদান করে পুলিশকে সহায়তা করায় কুমিল্লা জেলার ২টি থানার ২ জন গ্রামপুলিশকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করেন।