Dhaka 7:01 am, Monday, 23 December 2024

ঈদযাত্রায় যুক্ত হবে বিআরটিসির ৫৫০ বাস

আসন্ন ঈদুল ফিতরে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস। দূরপাল্লার নিয়মিত বাসগুলোর পাশাপাশি এগুলো যাত্রী পরিবহন করবে। 

সোমবার মতিঝিল বিআরটিসি ভবনে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা শহরে বিআরটিসির ৬০০ বাস চলে। শহরের জন্য ৫০টি বাস রেখে বাকিগুলো ঈদযাত্রায় যুক্ত করা হবে। এ ছাড়া দূরপাল্লার বাসগুলোও নিয়মিত চলবে।

 

তাজুল ইসলাম আরও বলেন, বিআরটিসির বহরের মাত্র ৩৪টি বাস ইজারায় রয়েছে। আর ইজারায় বাস দেওয়া হবে না। ইজারা শূন্যে নামিয়ে আনা হবে।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, ২০২০ সালে ১ হাজার ৮২৫ বাসের মধ্যে নিয়মিত সড়কে চলত, তথা অনরুট ছিল ৮৮৫টি। ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে ১ হাজার ১০৬টি অনরুটে ছিল। ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি অনরুটে ছিল। ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে অনরুটে ছিল ১ হাজার ২৫৩টি বাস।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

ঈদযাত্রায় যুক্ত হবে বিআরটিসির ৫৫০ বাস

আপলোড সময় : 07:27:59 pm, Wednesday, 20 March 2024

আসন্ন ঈদুল ফিতরে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহনে থাকবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৫৫০টি বাস। দূরপাল্লার নিয়মিত বাসগুলোর পাশাপাশি এগুলো যাত্রী পরিবহন করবে। 

সোমবার মতিঝিল বিআরটিসি ভবনে মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানান সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ঢাকা শহরে বিআরটিসির ৬০০ বাস চলে। শহরের জন্য ৫০টি বাস রেখে বাকিগুলো ঈদযাত্রায় যুক্ত করা হবে। এ ছাড়া দূরপাল্লার বাসগুলোও নিয়মিত চলবে।

 

তাজুল ইসলাম আরও বলেন, বিআরটিসির বহরের মাত্র ৩৪টি বাস ইজারায় রয়েছে। আর ইজারায় বাস দেওয়া হবে না। ইজারা শূন্যে নামিয়ে আনা হবে।

বিআরটিসি চেয়ারম্যান বলেন, ২০২০ সালে ১ হাজার ৮২৫ বাসের মধ্যে নিয়মিত সড়কে চলত, তথা অনরুট ছিল ৮৮৫টি। ২০২১ সালে ১ হাজার ৭৬২টি বাসের মধ্যে ১ হাজার ১০৬টি অনরুটে ছিল। ২০২২ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে ১ হাজার ২৩৩টি অনরুটে ছিল। ২০২৩ সালে ১ হাজার ৩৫০টি বাসের মধ্যে অনরুটে ছিল ১ হাজার ২৫৩টি বাস।