গরীব দুঃখী মেহনতি মানুষের মাঝে রমজান মাসব্যাপী ঈদ উপহার বিতরণ করছেন রাজশাহী সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও শাহ মুখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহাদত আলী শাহু৷
সকলে যেন পবিত্র মাহে রমজান স্বাচ্ছন্দ্যে কাটাতে পারেন এই কথা মাথায় রেখে প্রতিবছরই ঈদ উপহার বিতরণের মত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন এই কাউন্সিলর।
শক্রবার বিকেল ৫টায় বশিরাবাদ জামে মসজিদ প্রাঙ্গণে দেখা যায় কাউন্সিলর শাহাদত আলী শাহ-এর ছেলে সায়েম আলী সনি ও কর্মীরা সাধারণ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার হিসেবে বিতরণ করছেন। ঈদ উপহার বিতরণ শেষে নওদাপাড়া আমচত্বর কাউন্সিলরের কার্যালয়ে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করেন।
স্থানীয়রা জানান,কাউন্সিলরের কাছ থেকে ঈদ উপহার পাওয়া মানেই আনন্দ। প্রতিবছরই শাড়ি লুঙ্গি আর ঈদ সামগ্রী হিসেবে চাল,ডাল,চিনি,লাচ্ছা,সেমাই দিয়ে থাকেন কাউন্সিলর। এমনকি ঈদে মানবেতর জীবনযাপন কেউ করছেন শুনতে পেলেই ডেকে আর্থিকভাবে সহযোগিতা করেন শাহাদত আলী শাহ। শুধু কর্মী নয় সর্বস্তরের নারী পুরুষ যাতে ঈদ স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারেন এই বিষয়ে সজাগ থাকেন এই কাউন্সিলর।
বশিরাবাদে প্রতিবন্ধী সুকেদা নামের এক নারী বলেন, আমি প্রতিবন্ধী একজন মানুষ। প্রতিবছর দুই ঈদেই ঈদ উপহার পাই। আবার টিসিবি কার্ড সহ সবধরনেরই সহযোগিতা পাই। কেউ বাদ পড়লেও খোঁজ খবর নেন কাউন্সিলরের লোকেরা।
বাশিরাবাদে শাড়ি বিতরণ করছিলেন কাউন্সিলরের ছেলে সায়েম আলী সনি। তিনি বলেন,আমার বাবা প্রতিবছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এলাকা বাসীকে ঈদ উপহার বিতরণ করেন। বাবার সাথে আমিও ঈদ আনন্দে শামিল সকলের সাথে দেখা করি। খোঁজ খবর নিয়ে থাকি। সেই সাথে ঈদ উপহার দিতে আসি।
কাউন্সিলর ও শাহ মুখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহাজ্ব সাহাদত আলী শাহ বলেন, সারাবছরের উপার্জন আমি পবিত্র ঈদে তাঁদের মাঝে বিলিয়ে দেই। নেত্রীর নির্দেশনায় সকলে যেন ঈদ ভালোভাবে করতে পারেন কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছি। ইনশাআল্লাহ আমার ওয়ার্ডে কেউ অখুশি থাকবেন না। টাকা পয়সা,ঈদ সামগ্রী যা লাগবে আমাকে বললে বা আমি জানতে পারলেই ব্যবস্থা করে দিব, ইনশাআল্লাহ।