Dhaka 3:37 pm, Monday, 23 December 2024

অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার

অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার। এজন্য প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে তাদের সুরক্ষিত জীবন মান নিশ্চিতকরণের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনাসভায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দক্ষ কর্মীদের বিদেশে প্রেরণ করতে চাই।

 

এর পাশাপাশি প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে চলছে। এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।’

 

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পার্লামেন্টারি ককাসের সকল পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছি। সরকার এবং পার্লামেন্টের ককাস একসঙ্গে অভিবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবন মান নিশ্চিন্তে সর্বদা কাজ করবে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয়, সংসদ সদস্য আরমা দত্ত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন প্রমুখ।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com

অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার

আপলোড সময় : 09:59:33 pm, Saturday, 25 May 2024

অভিবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার। এজন্য প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে তাদের সুরক্ষিত জীবন মান নিশ্চিতকরণের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনাসভায় এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দক্ষ কর্মীদের বিদেশে প্রেরণ করতে চাই।

 

এর পাশাপাশি প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিশেষায়িত নতুন জ্ঞান, দক্ষতা, নেটওয়ার্ক, সক্ষমতা ও অর্থনৈতিক পুঁজি দেশের সামাজিক এবং অর্থনৈতিক কার্যক্রমে বিস্তৃতভাবে যুক্তকরণের লক্ষ্যে একটি উপযুক্ত পরিবেশ তৈরিতে চলছে। এজন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক ও যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।’

 

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পার্লামেন্টারি ককাসের সকল পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে কাজ করছি। সরকার এবং পার্লামেন্টের ককাস একসঙ্গে অভিবাসী কর্মীদের উন্নয়ন ও তাদের সুরক্ষিত জীবন মান নিশ্চিন্তে সর্বদা কাজ করবে।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্লামেন্টারি ককাস অফ মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপার্সন তানভীর শাকিল জয়, সংসদ সদস্য আরমা দত্ত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. রুহুল আমিন প্রমুখ।