ভয়াবহ বন্যায় ভাসছে মানবতা। ডুবে গেছে অধিকাংশ এলাকা। বিলীন হয়ে গেছে বেঁচে থাকার সর্বশেষ অবলম্বন। এখন শুধুই বাঁচার আকুতি। বন্যার্ত এসব এলাকায় ছুটে যাচ্ছেন উদ্ধারকারীরা।সরকারি-বেসরকারিভাবে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা এবং সংগঠন। দুর্গত মানুষকে উদ্ধারের পাশাপাশি পৌঁছে দিচ্ছেন ত্রাণসামগ্রী। যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন এর বুরবুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা দিনদিন প্লাবিত হচ্ছে।
বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন সহ দেশের বিভিন্ন প্রান্তে থেকে এসে ত্রাণ সামগ্রী,ঔষধ, লুঙ্গি,গামছা,কয়েল ও শুকনো খাবার বিতরণ করেন।
রবিবার(২৫ আগস্ট ২০২৪ খ্রিঃ) ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ ও সোশাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ওয়াহেদপুর শাখার উদ্যোগে বন্যায় আক্রান্ত বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় সংগঠনের সিনর স ভাপতি মোঃ খাইরুল আমিন,সহ সভাপতি ফারুক মোল্লা,মোঃ নূরুন নবী,
সুরুজ মিয়া খাজা,মোঃ সবুর খান, রাশেদুল আল আমিন সরকার,জালাল হোসেন,
ওসমান গনি,রাব্বি, আবু হানিফ
উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী শুকনো খাবার বিতরণ করেন।