পটুয়াখালীর বাউফল আমন রোপা বীজের সংকট। কৃষক হন্যা বীজ খোঁজছে। গত কয়েকদিন যাবৎ অতিবৃষ্টি থাকায় জলাবদ্ধতার কারনে বীজ নষ্ট হয়ে গেছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর লক্ষমাত্রা পূরন না হওয়ার আশংকা রয়েছে। চলতি বছর ৫০ সহ্রসাধিক আমনে রোপা লক্ষমাত্রা থাকলে তার অর্ধেক বীজ সংকট থাকা রোপন না করা যেতে পারে।
বিলবিলাস গ্রামে জাহাঙ্গির খলিফা জানান, আমার দেড় একর জমি। রোপা আমন রোপন করার জন্য করছি। ৫০ কেজি ধানের বীজ করছি। অতিবৃষ্টি কারনে নষ্ট হয়ে গেছে। উপজেলার বিলবিলাস গ্রামে সরেজমিন দেখা গেছে, শত শত একর জমি পানি ভর্তি কোমরে উপরে পানি। একদিকে জোয়ারের পানি বৃদ্ধি অন্যদিকে বৃষ্টি পানি। গ্রামের খালে ¯øুইসগেট থাকা পানি নামছে না অন্য দিকে আমানের বীজ খোলা পানি ভর্তি থাকা বীজ পচে গেছে। এলাকা ২/ ১ জনের কৃষকের বীজ থাকলে মূল্য হাকিয়েছে অনেক। প্রতি কেজি বীজের মূল্য ১ হাজার টাকা। কৃষক আবুল কালাম সিপাাই বলেন, ১ কেজি বীজ ১০০০ টাকা। ১ কেজি ভাল বীজ হলে স্থানীয় মাপের ৫ কড়া ( ১৫ শতাংম জমি রোপন করা যাবে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর, উদ সংরক্ষন করমকর্তা আনছার উদ্দিন মোল্লা জানান, এ বছর বীজের সংকট অস্বীকার করা যাবে না। কৃষক বীজ খোলা বীজ করেছে। কিন্তু লাগাতার বৃষ্টি ও জলাবদ্ধতার কারনে বীজ খোলায় পচে নষ্ট হয়ে গেছে। পরামর্শ দেওয়া হয়েছে উচু জমিতে বীজ করার। এবং দ্রæত বীজ খোলা পানি সরিয়ে নেওয়ার জন্য।