আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা কারসাজি করে নিত্যপণ্যের দাম বাড়ায়, অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা চালায়, তাদের গণপিটুনি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে গতকাল শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘রমজানে কোনো জিনিসের অভাব হবে না।
এরই মধ্যে সব কিছুর ব্যবস্থা করা আছে। এটা নিয়ে অনেকে কথা বলবে, কিন্তু কোনো অসুবিধা হবে না। রমজান তো কৃচ্ছ্রসাধনের জন্য, রমজানে একটু কম খাই। আমাদের দেশে রমজানে খাবারদাবারের চাহিদা একটু বেড়ে যায়।
সাধারণত রমজানে যে বিষয়গুলো, যেমন—ছোলা, খেজুর, চিনি, এগুলো নিয়ে বেশি চিন্তা। এগুলো পর্যাপ্ত আনার ব্যবস্থা আছে, এগুলো নিয়ে সমস্যা হবে না। সেই ব্যবস্থা অনেক আগেই করে রেখেছি।’