কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) সঙ্গে কোটি ডলার তথা ১১৭ কোটি টাকার আর্থিক সহায়তা চুক্তি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ অর্থে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আধুনিকায়ন ও দেশটির চাহিদা অনুযাযী দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে।
বুধবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে এ চুক্তি সই হয়। নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন এবং কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীসহ মন্ত্রণালয় এবং কোইকা কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের জন্য কোরিয়াসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ তৈরি হবে।