মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ- পরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এঁর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে (০৫জুলাই) সকাল ০৮:০০টার সময় কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোডস্থ নাইমুল ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক রাস্তার উপর ৩৫ বোতল ফেনসিডিল সহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মুন্সিগঞ্জ সদর থানার সোয়াপাড়া গ্রামের আমের মৃধা এর ছেলে রাব্বি মৃধা ।
আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ হোসেন হোসেন বাদী হয়ে তলে থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।