বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে গত ১৫ বছরে ১১ হাজার ৪০২ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এমপি নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ২০০৮-০৯ অর্থবছরে দেশে ১ লাখ ৯৬ হাজার ৭১ টন ডাল উৎপাদন হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরে তা প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে উৎপাদন দাঁড়ায় ১০ লাখ ৮ হাজার ৪৭ টন।
তিনি বলেন, ডাল ফসলের উৎপাদন বাড়াতে সরকার উচ্চফলনশীল জাত উদ্ভাবনে প্রয়োজনীয় আধুনিক গবেষণা এবং উদ্ভাবিত প্রযুক্তি কৃষক পর্যায়ে দ্রুত সম্প্রসারণে সহায়তা প্রদান করছে। যেমন বর্তমানে চলমান প্রকল্পের মাধ্যমে বিশ্বমানের গবেষণার জন্য মানবসম্পদ উন্নয়ন, আধুনিক গবেষণার সুযোগ-সুবিধা এবং কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ সরবরাহের জন্য কার্যক্রম পরিচালিত হচ্ছে।