কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ট্রাকহোটেল গুলোতে অভিযান চালিয়ে ২ কেজি ৭’শ গ্রাম গাঁজা ও ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ১৩ জনকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ ।
মামলা সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের অংশটুকুতে রাস্তার দু’পাশে গড়ে ওঠা মাকড়সা জালের মতো ট্রাক হোটেল গুলোতে চলছে মাদকের রমরমা ব্যবসা, এমন খবর পেয়ে র্যাব-১১,সিপিসি-২ এর একটি টিম বুধবার ভোরে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে হোটেল থেকে পালানোর সময় ১৩ জনকে আটক করে, আটককৃতদের দেহ তল্লাশী করে ৯৫টি গাঁজার পুড়িয়াসহ মোট ২ কেজি ৭’শ গ্রাম গাঁজা ও ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আটককৃতরা হলো,ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মৃত এরশাদ উল্যাহর ছেলে মোঃ সাদ্দাম হোসেন জয়, কিং ছুপুয়া গ্রামের শরিফুর রহমান, ছুপুয়া এলাকার ভাড়াটিয়া শহিদুল ইসলাম, নাছির উদ্দিন মানিক, আবুল হাশেম, আখের মিয়া রাকিব, মুজাহিদুল ইসলাম, জগমোহনপুর গ্রামের নিজাম উদ্দিন, নাদির হোসেন, মোঃ মারুফ, ভাড়াটিয়া শাহাদাত হোসেন ফরহাদ, বাবুর্চি বাজারের ভাড়াটিয়া জজ মিয়া ও মিরশান্নী বাজার এলাকার ভাড়াটিয়া মোঃ মাসুদ। ১৩ জন আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক মামলা শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মোঃ সাদ্দাম হোসেন জয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সে ও তার ভাই কুদ্দুস ‘ইসলামিয়া হোটেলে’ গাঁজা, ইয়াবা, তেল চুরি ও রড চুরির ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। গাড়িতে সাংবাদিকের স্টিকার ব্যবহার করে ট্রাক হোটেল গুলোতে চাঁদাবাজি করতো সে। ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ট্রাক হোটেলের মাদক ব্যবসায়ীদের টনক নড়ানোর জন্য র্যাব এর আভিযানিক সফলতাকে গণমাধ্যমে ভুক্তভোগী এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।