মোঃ ইকরামুল হক রাজিব।।
বাগেরহাট সদর উপজেলার ৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের শেখরা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল মল্লিককে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) সকাল ১১টায তার নিজ গ্রামে উপজেলা প্রশাসনের আয়োজনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা। এ সময় জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সুব্রত কুমার, বাগেরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হাকিম মোল্লা, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন এ সময় উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজা শেষে তার নিজ গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ভোর ৫ পাঁচটার খুলনা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল মল্লিকের বয়স হয়েছিল৭০ বছর।
মৃত্যুকালে ২ ছেলে , ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, , উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।